• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
দুই বছর ধরে নির্মাণ হচ্ছে ২০ হাত লম্বা সেতু!

ছবি: বাংলাদেশের থবর

সারা দেশ

দুই বছর ধরে নির্মাণ হচ্ছে ২০ হাত লম্বা সেতু!

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রাম। এখানে দুই বছর ধরে নির্মাণ হচ্ছে আনুমানিক ২০ হাত দৈর্ঘ্যরে একটি সেতু! কবে যে সেতুটির কাজ শেষ হবে তা কেউ জানে না। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, কাজীপাড়ার এ সেতু দিয়ে যাতায়াত করে দিশাবন্দ, লক্ষীনগর, নোয়াপাড়া, উনাইশার, রাজাপাড়া ও আবাসন প্রকল্পসহ বিভিন্ন গ্রামের লাখো মানুষ। পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালিয়া যাওয়ারও একমাত্র সড়ক এটি। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে  যাতায়াতের জন্যও এ সড়কটি ব্যবহার করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে বিকল্প সড়ক হিসাবে ব্যবহার হয় পুরাতন বিমান বন্দর যাওয়ার এ সড়ক।

সূত্র আরো জানায়, কাজীপাড়ায় এয়ারপোর্ট খালের উপর সেতুটি যান চলাচলের উপযোগী থাকলেও তা ভেঙ্গে ফেলা হয়। সেখানে সিটি কর্পোরেশন নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়। সেতুটির ফাউন্ডেশন নির্মাণের পর দুই বছর ধরে কোন কাজ হয়নি। সম্প্রতি কিছু মাটি কাটার কাজ করতে দেখা যায়। সেতু নির্মাণাধীণ থাকার কারণে এয়ারপোর্ট খালে বাঁধ দিয়ে রাখা হয়েছে। এতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

কাজী পাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দুই বছর ধরে কেন যে সেতুটির কাজ হচ্ছে না তা বুঝতে পারছি না। কাজ দ্রুত শেষ না করলে আবার বর্ষা এসে যাবে। এতে এলাকাবাসীর দুর্ভোগ সৃষ্টি হবে।

দিশাবন্দ এলাকার শিক্ষার্থী আবু সুফিয়ান রাসেল বলেন,দীর্ঘদিন কাজটি বন্ধ রয়েছে। এতো দিনে গোমতীর উপরও একটা বড় সেতু করা যেতো।

২০নং ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজ বলেন, সেতুটি কেন এতদিন পড়ে আছে তা বুঝতে পারছি না। স্থানীয় মানুষকে বুঝাতে পারছি না। এ নিয়ে সিটি কর্পোরেশনকে বার বার বলা হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন,সেতুটি নিয়ে মাঝে একটি সংস্থার সাথে একটু সমস্যা হয়েছিলো। এখন কাজ কি অবস্থায় তা জেনে জানাতে পারবো।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads